সৈয়দ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি:- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়িফেরা মানুষের জানমালের নিরাপত্তা দিতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
তিনি ৪ জুন জেলার বাহুবল উপজেলায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে স্থাপিত কামাইছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করে কর্মরত পুলিশ সদস্যদের ডাকাতি প্রবণ মিরপুর – শ্রীমঙ্গল সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে নিরবচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাহুবল নবীগঞ্জ সার্কেল এ সিনিয়র এ এসপি মোহাম্মদ জহিরুল ইসলাম, বাহুবল মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইদ্রিস আলী।