আব্দুন নুর আজাদ,বিশেষ প্রতিনিধি,ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে বুধবার (১১ জুন) সকাল থেকেই প্রচণ্ড রোদ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দুপুরে তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। খোলা আকাশের নিচে মানুষ চলাফেরা করতে হিমশিম খাচ্ছে।
বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট ফাঁকা, হাটবাজারে ক্রেতার উপস্থিতি কম। দুপুর ১২টার পর শহরের ব্যস্ত এলাকাগুলোতেও লোকজন কমে যায়। যারা বাইরে কাজ করছেন, তারা পড়েছেন চরম দুর্ভোগে।
হাজীপাড়া এলাকার রিকশাচালক আজিজুল হক বলেন, “এই রোদে রিকশা চালানো খুব কষ্ট। শরীর ভিজে যাচ্ছে, মাথাও ঘুরে যায় কখনও কখনও।”
নতুনবাজার এলাকার দোকানি রফিকুল ইসলাম বলেন, “খরার মতো গরম পড়েছে। দুপুরে দোকানে কেউ আসে না। আমরাও একটু পরপর পানি ছিটিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করি।”
এদিকে শহরের কিছু অংশে পানির সংকট থাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।
আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, এ তাপমাত্রা আরও দুই দিন স্থায়ী হতে পারে। শুক্রবারের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন কিছুটা স্বস্তি মিলবে।
ঠাকুরগাঁওয়ে চলমান গরমে জনজীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শিশু-বৃদ্ধরা বেশি ভুগছেন। সবাইকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।