বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আমির মাওলানা ইয়াসিন আলী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ও ৪৮ নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী জামায়াতে ইসলামীর মনোনীত এম.পি পদপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আহসান হাবিব এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা জামায়াত বাইতুলমাল সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম ও বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন নওগাঁ জেলার সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।