স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে একটি সরকারি সড়ক নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছে ফসলি জমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে উত্তোলিত বালু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে এভাবে কৃষিজমি থেকে বালু উত্তোলনের ফলে আশপাশের জমি ও পরিবেশ ক্ষতির মুখে পড়ছে। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রতনপুর বাজার থেকে সাপখাওয়া পর্যন্ত নির্মাণাধীন সড়কটির কাজে ছালাভুরী ব্রিজের পশ্চিম পাশে একটি কৃষিজমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। জমিটির মালিক স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর, যিনি রাজ্জাক মুন্সির পুত্র।
বিভিন্ন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেছেন, সরকারি প্রকল্পের কাজে ব্যবহারের কথা বলে দীর্ঘদিন ধরে ওই জমি থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ির স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে বলে তারা জানান।
এ বিষয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তিনি বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তাঁর ভাষ্য, “আমি প্রকল্পটির তদারকির দায়িত্বে আছি, তবে আমি ঠিকাদার নই। জমির মালিকের সঙ্গে চুক্তির ভিত্তিতে বালু উত্তোলন করা হচ্ছে।”
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “কারও ক্ষতি করে বা অনুমতি ছাড়া এভাবে ড্রেজার দিয়ে মাটি বা বালু উত্তোলনের সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত বালু উত্তোলন বন্ধ করে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।