প্রকৌশলী মোঃ কাওছার আলী স্টাফ রিপোর্টারঃ- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনকে বিদায়ী সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
গত (১৯ জুন ২০২৫ ইং) বৃহস্পতিবার সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও সাহিত্য পরিষদের উপদেষ্টা জনাব রিয়াজুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সহ-সভাপতি প্রভাষক মোহাম্মদ বাহাউদ্দীন, নির্বাহী সদস্য ফিরোজ হোসেন, কবি আক্তার আলী ঢালী, সিনিয়র সাংবাদিক আঃ ওহাব, সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সদস্য মহিউদ্দিন আহমেদ লাল্টু, মহিলা সম্পাদিকা ছাবিলা ইয়াসমিন মিতা, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, আনিসুর রহমান,সুপারভাইজার মঈনুল হাসান ও কবি ও সাহিত্যিক আসমা খাতুন। এসময় দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাহিত্য পরিষদের সদস্য ডাঃ সালেক রেজাকে বর্ষসেরা কবি পদক স্মারক, কবি ও সাহিত্যিক ডাঃ বাসনা কুমার মন্ডলকে শুভেচ্ছা স্মারক ও কবি আক্তার আলী ঢালী,কবি ও সাহিত্যিক ছাবিলা ইয়াসমিন মিতা, আসমা খাতুন কে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় ।