• শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, দুপুরে জানাজা নরসিংদীর শিবপুরে পরিবহনে মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে সিরাজগঞ্জে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়  ভলিবল প্রতিযোগিতা -২০২৫ এর  পুরস্কার ও ট্রফি বিতরণ  সম্পন্ন  বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি মির্জাপুরে অবৈধ কয়লা চুল্লি: জনজীবন ও পরিবেশের জন্য হুমকি। সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন নরসিংদী পুলিশ সুপার অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত সোনালী ব্যাংক ও জিয়া পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ  সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  শাজাহানপুরে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: প্রধান অতিথি সৌরভ হাসান শিবলু মনিরামপুরে নির্বাচনী হাওয়া: কুলটিয়া ইউনিয়নে ধানের শীষের প্রচারণা তুঙ্গে পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর যুব বিভাগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই স্বাধীন বাংলাদেশের জন্ম – শ্রীমঙ্গলে জামায়াত আমির ইসমাইল হোসেন

প্রতিষ্ঠার ৫১ বছরে সাতক্ষীরা মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রতিষ্ঠার ৫১ বছরে ইতিহাসে প্রথমবারের মতো গঠিত হলো ছাত্রদলের আনুষ্ঠানিক কমিটি। এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা জেলা জুড়ে ছাত্রদলকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি একযোগে প্রকাশ করা হয়। এর আগে ১৭ জুন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফারহানা ইয়াসমিন এবং সদস্য সচিব হয়েছেন করিমুন নেছা শান্তা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সোহানা সাবরিনা, আশুরা আক্তার আখি ও আফরিন সুলতানা।

ছাত্রদলের এই কমিটিকে ঘিরে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সৃষ্টি হয়েছে আগ্রহ ও কৌতূহল। দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রদূত হিসেবে খ্যাত এই কলেজে এই প্রথমবারের মতো ছাত্রদলের এমন সাংগঠনিক উপস্থিতি দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেওয়া এই নেত্রীদের মধ্যে বেশ কয়েকজন ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাহসিক ভূমিকার জন্য পরিচিত। সেই সময়ের অভিজ্ঞতা থেকেই সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে বলে জানান তারা।

প্রতিক্রিয়ায় সদস্য সচিব করিমুন নেছা শান্তা বলেন, ‘সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের প্রথম কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া গর্বের বিষয়। আমরা গণঅভ্যুত্থানের সময় রাজপথে যে সাহস দেখিয়েছি, সেটিই আমাদের নেতৃত্বের প্রমাণ। এখন আমাদের লক্ষ্য একটি সক্রিয়, আদর্শিক ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সংগঠন গড়ে তোলা।’

তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সদা প্রস্তুত থাকব।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিটির প্রতি আস্থা রেখে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ নারী উচ্চ শিক্ষায় দক্ষিণাঞ্চলের এক আলোকবর্তিকা। ১৯৮৪ সালে কলেজটি জাতীয়করণ হয়। দীর্ঘদিন ধরে নারী নেতৃত্বের বিকাশে এই প্রতিষ্ঠান গৌরবজনক ভূমিকা পালন করে আসছে। এবার ছাত্র রাজনীতিতেও নারীরা নিজেদের সক্ষমতা প্রমাণে আরও একধাপ এগিয়ে গেল— এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com