মোঃ মাসুদ রানা ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে মাহিন্দ্রা-বাস সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় মোড়ল এক্সপ্রেস পরিবহনের চালককে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ। আটক বাসচালক রবিউল ইসলাম (২৫) ঝালুকাঠি জেলার নলছিটি উপজেলার ডুবলি গ্রামের মৃত নুর মোহাম্মাদ মিয়ার ছেলে।
আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান। এর আগে ২১ জুন রাতে চালকের নানা বাড়ি নলছটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয় ভাঙ্গা হাইওয়ের থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান জানান, গত ৪ জুন সকালে মাহিন্দ্রা যোগে কয়েকজন গরু ব্যবসায়ী ভাঙ্গা থেকে টেকেরহাট যাওয়ার পথে ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে অজ্ঞাত বাস ও মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ অজ্ঞাত বাসচালককে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শনিবার রাতে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল বাসচালক মো. রবিউল ইসলামকে তার নানা বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থেকে গ্রেপ্তার করে। আজ দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৪ জুন বাবলাতলা বাসস্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন গরু ব্যবসায়ী নিহত হন।