নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের চৌহালীতে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চৌহালী এসবিএম কলেজের এইচ এস সি ও সমমান শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসবিএম কলেজের আয়োজনে (২৩জুন) সোমবার সকাল দশটায় এসবিএম কলেজ হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
বক্তারা আরো বলেন এই প্রতিষ্ঠানটি উপজেলা মধ্যে অন্যতন ও গুরুজনদের হাতে গড়া তাই এই প্রতিষ্ঠানকে সর্বোচ্চ খেয়াল রাখার দাবি জানান।
প্রধান অতিথিকে উদ্দেশ্য করে কলেজের সার্বিক উন্নয়ন ও কলেজটি সরকারি করণ এবং ডিগ্রি বি,এ পর্যন্ত পাঠদান চালুর দাবিসহ শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ক আলোচনা করেন।
চৌহালী এসবিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব এর
সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসবিএম কলেজের গভর্নিং বডি (এডহক কমিটির) সভপতি উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর।
এসবিএম কলেজের সহকারী অধ্যাপক মোঃ আফছার উদ্দিন মিঞা পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এসবিএম কলেজে শিক্ষক মন্ডলীরা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথিকে উদ্দেশ্য করে কলেজের সার্বিক উন্নয়ন ও (ডিগ্রি) বি,এ পর্যন্ত পাঠদান চালুর দাবি করেন এবং
কলেজটি সরকারি করণ সহ মডেল কলেজ ও আধুনিক অবকাঠামো নির্মাণ করার জোর আশ্বস্ত করেন।
এসময় কলেজের শিক্ষক মন্ডলী, স্টাফ ছাত্র ছাত্রী,
এলাকার অভিভাবক বৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির শিক্ষা, সাফল্য ও পরীক্ষার রুত্ব এবং উপদেশমুলক বানির বক্তব্যো মনদিয়ে শ্রবন করেন অনুষ্ঠানের সকল শিক্ষক , অভিভাবক, বিদায়ী শিক্ষার্থী ও ছাত্র ছাত্রী বৃন্দরা।