ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি-পটিয়া উপজেলা পৌরসদরের পোস্ট অফিস মোড়ে ট্রাফিক অফিসের পিছনে গত২১শে জুন রাতে এক দূর্ধষ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ একটি চুরির দল গভীর রাতে স্বাস্থ্য কেন্দ্রটির প্রধান ফটকের তালা ভেঙে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাবলুদাশ জানান,সংঘবদ্ধ চোরের দল অফিসের তালা ভেঙে ঢুকে মূল্যবান ইলেকট্রনিকস সামগ্রী ও দুটি ফ্যান চুরি করে নিয়ে যায়। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের অফিসের পিছনে জানালার গ্রিল খুলে নিয়ে যায়।কতৃপক্ষকে অবহিত করা হয়। কতৃপক্ষের নির্দেশক্রমে থানায় অভিযোগ করা হয়।
গত ডিসেম্বর মাসে এই অফিসে চুরির ঘটনা ঘটে বলে তিনি জানান। তখন পানির মটর,কম্প্রেসার,বেসিন সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। থানায় অভিযোগ ও দেয়া হয়।
এলাকাবাসী জানান, অফিসটি বর্তমানে যে অবস্থানে আছে তা মোটেই নিরাপদ নাই।সন্ধ্যা হলে অফিসটি ঘিরে মাদকাসক্ত, ইয়াবা সেবনকারীদের আড্ডা।উপ-স্বাস্হ্য কেন্দ্রটির সম্মুখ ভাগ জনকোলাহলের অগোচরে। ট্রাফিক অফিসের কারণে অফিসটি ডাকা পড়ায় মাদকাসক্তরা নিরাপদ স্হান হিসাবে বেছে নেয়।