ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ফকির পাড়া গ্রামে ডাকাতি করে নিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে লোহাগাড়া থানার পুলিশ।
গত১৯জুন রাত ৩টায় অস্ত্রে মুখে জিম্মি করে রহিম, করিম,সাদ্দাম, বাদশা, দিদার, কামাল, সেলিমের ঘরে ঢুকে নগদ ১১লাখ টাকা, ৬ভরি স্বর্ণ,৮টি মুবাইল সেট নিয়ে যায়।
ডাকাতি করে পালাতে গিয়ে লোহাগাড়া থানা পুলিশের কাছে ধরা পড়ে ৪ডাকাত।তাদের স্বীকারোক্তিতে মালামাল, ডাকাত ও ডাকাত দম্পতি সহ পুলিশ আটক করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও এস আই (নি,)মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে লোহাগাড়া থানার আধুনগর,খাসমহল এলাকা সহ বিভিন্ন জায়গায় কয়েকদফা অভিযান চালিয়ে ২টি দেশিয় তৈরি এলজি, ৫রাউন্ড ৭,৬২ চায়না গুলি,১ভরি৭পয়েন্ট স্বর্ণ(কানের দুল ৫টি,রিং৪টি,আংটি ২টি)১ভরি১২আনা ৩পয়েন্ট সিটি গোল্ডর গহনা,(চেইন ১টি,কানের দুল ৬টি)নগদ৪৮,৫০০ টাকা এবং ২টি মুবাইল সেট উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আরিফুর রহমান বলেন কয়েক দফা অভিযান চালিয়ে ডাকাত দম্পতি সহ ৫জন ডাকাত,গ্রেফতার হয়।এ ছাড়াও ৪টি আগ্নেয়াস্ত্র,৯রাউন্ড গুলি,বিপুল পরিমাণ ডাকাতি সরঞ্জাম, স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এরা সকলেই পটিয়ার ডাকাতি ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেন।