মাদারীপুর প্রতিনিধি
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উভয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরেই তাঁরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাঁদের অন্যতম দাবি হলো—স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেলে উন্নীত করা।
এছাড়া অন্যান্য দাবির মধ্যে রয়েছে—নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক নতুন পদ সৃজন, চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা।
স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে বারবার আশ্বাস পেলেও তাঁদের ন্যায্য দাবি পূরণ হয়নি। এ কারণে তাঁরা সারাদেশের মতো মাদারীপুরেও এই কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।