এম এ ওয়াহেদ লাখাই , লাখাইয়ে বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর ত্রি- বার্ষিক নির্বাচন-২০২৫ এ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন।
সভাপতি পদে প্রতিদন্ধীতায় অংশ নিয়েছেন টানা দুই মেয়াদের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোহাম্মদ বাদশা মিয়া (ছাতা)। এ পদে আর অন্য কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদন্ধীতায় সভাপতি পদে নির্বাচিত হতে চলেছেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুনাইদ চৌধুরী ( হরিণ) এবং বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান চৌধুরী সোনাই ( মোরগ)।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন তরুণ ব্যবসায়ী রবিউল হোসেন রবি ( তালা) এবং আব্দুর রাজ্জাক ( ফুটবল) ।
নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদন্ধীতায় অংশ নেওয়া ৪ প্রার্থীর প্রচার প্রচারণা তুঙ্গে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা প্রতিদিন সকাল থেকে বাজারের ব্যবসায়ী বৃন্দে ব্যবসা প্রতিষ্ঠান এ এবং গ্রামের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন। ব্যানার ও পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বুল্লাবাজার এর প্রতিটি অলিগলি ও হবিগঞ্জ – লাখাই আঞ্চলিক মহাসড়ক এর পাশের বাজার অংশ।
বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায় আগামী ২৬ জুন/২৫ বৃহস্পতিবার সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ বছর হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী বুল্লাবাজার ব্যকস এর নির্বাচনে ৬ শত ৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তা হিসাবে উপজেলা প্রশাসনের সহায়তায় ১ জন প্রিজাইডিং অফিসার, ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে একটি মাত্র কেন্দ্র ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ এর মিলনায়তন কেন্দ্র।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করনে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েনের আবেদন পত্র দাখিল করা হয়েছে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে।
এ বিষয়ে বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন কমিশন এর প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল বলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।