আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজে’র শিক্ষক পরিষদ আয়োজনে- আনন্দঘন পরিবেশে “ঈদ পূর্ণমিলনী”-২০২৫খ্রিঃ অনুষ্ঠিত হয় এবং কলেজের শিক্ষক পরিষদ গঠন করা হয়। এবং দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ২ টায় অত্র কলেজের শিক্ষক পরিষদ আয়োজনে -শিক্ষক পরিষদ মিলনায়তনে উক্ত ” ঈদ পুনর্মিলনী-২০২৫ খ্রিঃ অনুষ্ঠান এবং শিক্ষক পরিষদ গঠন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম।
এ সময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে’র প্রাক্তন কৃতি ও মেধাবী ছাত্র সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি কলেজে’র অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে আসেন এবং তাৎক্ষণিক ভাবে ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে যোগদান করেন। এবং ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ- উস- সাঈদ । এসময় অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ সহ সকল বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সিরাজগঞ্জ সরকারি কলেজে’র নতুন শিক্ষক পরিষদ গঠন করা হয়। এতে কলেজে’র নবগঠিত শিক্ষক পরিষদ সম্পাদক হলেন- কলেজে’র অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হলেন- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার ,কোষাধ্যক্ষ হলেন- ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ আনিসুর রহমান মাসুম, শিক্ষা কল্যাণ সম্পাদক হলেন- রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শাহীমা সুলতানা, ক্রীড়া সম্পাদক হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মোঃ জমির উদ্দিন।