সৈয়দ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি।।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয় হবিগঞ্জ এ প্রশিক্ষন এর আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলার নয়টি উপজেলা থেকে ২০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক সায়েদুল ইসলাম।