জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:
তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পুনবার্সন সহায়তা খাত হতে খরিপ-২ মৌসুমে আমন ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ২৫ জুন সকাল ১২টার সময় ধানদিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি
সার ও বীজ বিতরণের উদ্বোধন কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা পান্না লাল বিশ্বাস,ও কৃষি কর্মকর্তা শেখ গাউসুল আজম সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচির আওতায় ধানদিয়া ইউনিয়নে ১৫০ জন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।