মোঃ রফিকুল ইসলাম সবুজ
যশোর চৌগাছার ফুলসারা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমানকে (৪৮) বেধড়ক মারপিট করেছে স্থানীয় একদল চাঁদাবাজ সন্ত্রাসী। ইউপি সদস্য থেকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্ত লিটন ও তার সহযোগীরা। কিন্তু চাঁদা দেয়ার সামর্থ্য নেই বলে জানিয়ে আসছিলেন মারপিটের শিকার জিয়াউর। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন আহতের শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে।
আজ বুধবার (২৫ জুন) দুপুরে শলুয়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে তার গতিরোধ করে মারধর করে ইফরা চন্দ্রপাড়ার লিটন ও তার একদল সহযোগী সন্ত্রাসী।
আহত জিয়াউর রহমান ফুলসারা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
হাসপাতালে চিকিৎসাধীন জিয়াউর রহমান জানান-তার কাছে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু এতো টাকা দেয়ার মতো সামর্থ্য তার নেই। সেই রাগ ও ক্ষোভ থেকে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এরআগে অভিযুক্তরা অস্ত্র দেখিয়ে ভয় সৃষ্টি করে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন দাবি করে আহত জিয়াউর রহমান যশোর পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন।
এ ব্যাপারে চৌগাছা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান-বিষয়টি জানা নেই।