✍️ মো. মাহফুজুর রহমান ফরহাদ, কিশোরগঞ্জ
“মাদকের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও” এবং “মাদক পরিহার করি, সুস্থ সুন্দর জীবন গড়ি“—এই স্লোগানকে সামনে রেখে আজ কিশোরগঞ্জের ইটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইটনা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি আসরের নামাজের পর ইটনা বাজার মসজিদ সংলগ্ন নতুন রাস্তা থেকে শুরু হয়ে বাজারের উত্তর পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আবুল হোসাইন সাহেব। তিনি মাদকের ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি এবং সমাজে এর নেতিবাচক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম সাহেব। তিনি মাদকের শারীরিক কুফল এবং ব্যক্তি ও পরিবারে এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের নুরুল্লাহ সাহেব। তিনি মাদকের কারণে যুব সমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত ছিলেন—বায়তুল মাল সম্পাদক: মাওলানা ইব্রাহিম খলিল সাহেব,ওলামা ও মাশায়েখ বিভাগের সভাপতি: মাওলানা ইউনুস আলী সাহেব,ওলামা ও মাশায়েখ বিভাগের সেক্রেটারি: ক্বারী মীর আজিজুল হক সাহেব
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি: মাওলানা আব্দুস সালাম সাহেব,সেক্রেটারি: সবলু ঠাকুর
কোষাধ্যক্ষ: তানভির হাসান সজিব,যুব বিভাগের সভাপতি: মোহাম্মদ জিয়াউর রহমানসেক্রেটারি: হাফেজ শফিকুল ইসলাম টিপু,এছাড়াও ছাত্রশিবিরের কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ র্যালি ও সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মাওলানা শফিকুল ইসলাম সাহেবের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, “মাদক আমাদের সমাজের শত্রু। সবাইকে সচেতন হয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।” তারা যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সবাইকে সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।