নিজস্ব প্রতিবেদক:- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ লিটার চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযানের সময় চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
রবিবার (১৩ জুলাই) ভোররাতে উপজেলার চাপিলা ইউনিয়নের কলাকান্তপুর (কোলা) গ্রামে আসামিদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন:-
১. বাসনা রানী, স্বামী: উজ্জ্বল কুমার দাস
২. উজ্জ্বল কুমার দাস, পিতা: গনেস কুমার দাস
৩. বিমলা, স্বামী: গনেস কুমার দাস
৪. জগেস, পিতা: নরেন দাস
সকলের ঠিকানা: কলাকান্তপুর (কোলা), থানাঃ গুরুদাসপুর, জেলাঃ নাটোর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনীকে তথ্য দিন – চাঁদাবাজ, দখলবাজ, মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সক্রিয় অংশ নিন।