নিজস্ব প্রতিবেদকঃ- গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলী এলাকায় পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে একটি অবৈধ কয়লা উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।
আটককৃতরা হলেন—মনির মিয়া (পিতা: মুঞ্জুরুল ইসলাম) ও আশিক মিয়া (পিতা: লুৎফর রহমান)। দু’জনেই কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালতলী এলাকায় বেশ কিছুদিন ধরেই অস্থায়ী মাটির ঘরে গাছের গুল, ডালপালা, খড়ি ইত্যাদি পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছিল একটি চক্র। এতে একদিকে যেমন বনজ সম্পদের অপচয় ঘটছিল, অন্যদিকে সৃষ্টি হচ্ছিল ঘন ধোঁয়া, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ছাড়াও এই ধোঁয়া আশপাশের ফসলি জমিতে ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, “পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের সঙ্গেও সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
সাম্প্রতিক অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।