আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
জুলাই-আগস্ট-২০২৪ খ্রিঃ গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে আওয়ামী সন্ত্রাসী দ্বারা নিহত শহিদ সোহানুর রহমান রঞ্জু স্মরণে – স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাছুমপুর দক্ষিণ পাড়া বায়তুল হাবিব জামে মসজিদের সাবেক ইমাম মুফতী মোঃ আব্দুল্লাহ আল নোমান।
সোমবার (৪ আগস্ট-২০২৫খ্রিঃ) বাদ আসর
মাছুম পুর এলাকাবাসী ও ফেন্ডস ক্লাবের আয়োজনে, সিরাজগঞ্জ পৌরএলাকার ১ নং ওয়ার্ড মাছুমপুর দক্ষিণ শহিদ রঞ্জু মোড়ে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ইবনে জায়েদ হাসু।
এসময়ে শোকসভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব মোঃ হাসিনুর রহমান হাসি, জেলা জাতীয়তাবাদী যুবদলের নেতা মোঃ মাসুদ খান, জেলা জাতীয়তাবাদী যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, জাতীয়তাবাদী যুবদলের শহর শাখা সিরাজগঞ্জের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম.লিটন, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, ১ নং ওয়ার্ড (মাছুমপুর-মাহমুদপুর) যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সেখ, নিহত শহিদ রঞ্জু’র ভাই আবুল কালাম আজাদ শুভ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।