আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি
বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায়- সিরাজগঞ্জে
জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, র্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভার পর প্রশিক্ষণ প্রাপ্তদের যুবকদের মাঝে সনদপত্র বিতরণ এবং সফল আত্মকর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।এসময়ে তিনি তার বক্তব্য বলেন, যুব সমাজ একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুব সমাজের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এছাড়াও, তাদের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে। একটি দক্ষ যুব সমাজ একটি সমৃদ্ধশালী দেশ গঠনে অপরিহার্য। যুব সমাজ যত বেশি দক্ষ হবে দেশ তত সমৃদ্ধির দিকে অগ্রসর হবে। তাই যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।তবেই এগিয়ে যাবে যুবসমাজ, এগিয়ে যাবে দেশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
স্বাগত বক্তব্যে রাখেন, যুবউন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম।
এসময়ে অনুষ্ঠানে, যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ এঁর সহকারী পরিচালক মোঃ মাসুদুর রহমান, কম্পিউটার প্রশিক্ষক এস.এম.রাজি-উল- ইসলাম সহ অন্যান্যরা, জেলা প্রশাসন ও সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যুব সমাজের একাংশ উপস্থিত ছিলেন ।