বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইল-১ আসনে (মধুপুর–ধনবাড়ী) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের মোটরসাইকেল শোডাউন ও পরবর্তী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ধনবাড়ী বাসস্ট্যান্ডে এ জনসভা বসে।
বিকেল থেকেই হাজারেরও অধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাইঘাট বাসস্ট্যান্ড থেকে শোডাউন শুরু করেন। শোভাযাত্রাটি ঢাকা-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী বাসস্ট্যান্ড হয়ে নল্লা নতুন বাজারে গিয়ে শেষ হয় উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে। পরে সেখানে শোডাউনটি এক বিশাল জনসভায় রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজসহ ধনবাড়ী-মধুপুরের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম স্বপন বলেন,
“এই মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসভার মধ্য দিয়েই ধনবাড়ীতে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। হাতে সময় নেই—আপনারা মানুষের কাছে যান, ধানের শীষের জন্য ভোট চান।
এবার সুযোগ এসেছে ধনবাড়ী-মধুপুর থেকে একজন এমপি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার।”