আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরে আনন্দ শোভাযাত্রা প্রদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়।
সকালে জেলা শহরের ই.বি. রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকেলে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলাদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোছাঃ সাবিনা ইয়াসমিন হাসি।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি রুমানা মাহমুদ। শুভ উদ্বোধনের পর তিনি বক্তব্যে বলেন—
> “দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয়েছিল বিএনপির। অতীতের সকল সংকট ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা বিএনপি আজও সেই ঐতিহ্য বহন করছে।”
তিনি আরও বলেন, বিএনপির ইতিহাস হলো দেশ গঠনে যুদ্ধ ও আত্মত্যাগের ইতিহাস, আর আওয়ামী লীগের ইতিহাস হলো পলায়নের ইতিহাস। একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশ ঘোলা করার চেষ্টা চালাচ্ছে, তবে দেশব্যাপী তারেক রহমানের কর্মীরা সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সঠিক সময়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা হলে ঘোলা জল পরিস্কার করার হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ম-সম্পাদক মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ এনামুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলাদল সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জোৎস্না মন্ডল, সাধারণ সম্পাদক মোছাঃ এলেমা বেগম, সহ-সভাপতি মোছাঃ মেরী খাতুন, শহর মহিলা দলের নেত্রী সাফিয়া সুলতানা, জান্নাতুল ইসলাম পলি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী মোছাঃ শুকতাঁরা, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক প্রার্থী মোছাঃ নয়নতাঁরা, ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন মহিলা দলের প্রার্থী মোছাঃ ফেরদৌসী খাতুনসহ আরও অনেক নেত্রী, নেতৃবৃন্দ ও কর্মী।