নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টার: বগুড়ার কাহালু উপজেলায় অ’বৈধভাবে পলিথিন উৎপাদনের দা’য়ে একটি কারখানাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জ’রিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ নি’ষি’দ্ধ পলিথিন ও কাঁচামাল জ’ব্দ করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর ক্রা’ইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এবং পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের যৌ’থ উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অ’ভিযান পরিচালিত হয়। র্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের নেতৃত্বে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টে ‘ভাই ভাই পলিমার কারখানায়’ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আই’ন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা ভ’ঙ্গের অ’ভিযোগে কারখানার মালিক হেলাল শেখকে ২ লাখ টাকা জ’রিমানা করা হয়। অ’ভিযানে ১৪৯৬ কেজি নি’ষি’দ্ধ পলিথিন, ২৪৮ কেজি কাঁচামাল, ৩০টি বুশ এবং ১৪টি সিলিন্ডার জ’ব্দ করা হয়। জ’রিমানার টাকা আদায় শেষে মালিককে খালাস দেওয়া হয়। র্যাব জানায়, দেশের আই’নশৃ’ঙ্খলা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে তাদের অ’ভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অ’ভিযান আরো জো’রদার করা হবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।