আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ কাজিপুরে চরাঞ্চলের ৮টি ইউনিয়নের ১১০ টি পরিবারের মাঝে ২২০টি পরিবারে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনায় ‘ উত্তরাঞ্চলের সীমানান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়-
সোমবার (২২সেপ্টেম্বর) উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া । এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা কৃষিঅফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম৷ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক। এ বিতরণ কার্যক্রমকালে কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা – ডাঃ দিদারুল আহসান-বলেন, এই মহৎ, ভালো উদ্যোগটি গ্রহণ করার ফলে বদলে যাবে কর্মহীনদের জীবনমান। ইতিপূর্বে সুফলভোগীদের ছাগল পালন বিষয়ে ম্যানুয়াল দেওয়া হয়েছে। প্রত্যেকসুফলভোগীকে অত্র প্রকল্প থেকে ছাগল রাখার ঘর করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে দেওয়া হবে। আজকে ১১০জন উপকারভোগীদের মাঝে ২টি করে ছাগী দেওয়া হয়েছে। এবং বাকি ৮০ জনকে পরবর্তীতে দেওয়া হবে।