আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার পেলেন ব্লু মুন বাংলাদেশ বিজনেস এ্যাওয়ার্ড -২০২৫ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৫ টায় ঢাকার কাওরানবাজার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল (পদ্মা-২য়তলা) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত -ইথিওপিয়া, বুরুন্ডি,সুদান,দক্ষিণ সুদান আফ্রিকা ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা এস.বদিরুজ্জামান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্লু মুন বাংলাদেশ, পুলম্যান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক -মুহাম্মদ রাশেদুর রহমান (চঞ্চল)। স্বাগত বক্তব্য রাখেন, ব্লু মুন বাংলাদেশ ঢাকা’র পরিচালক -নাজমুল খান। এ অনুষ্ঠানে বিজনেস এ্যাওয়ার্ড পান- ইঞ্জিনিয়ার খালিদ এইচ,খান, মোঃ সালেউদ জামান খান, মোঃ সরোয়ার খালেদ, মোঃ বশির সরকার, মোঃ দেলোয়ার হোসেন, চন্দন কুমার সাহা, হাজী মোঃ আব্দুস সাত্তার, মোঃ আমিনুল হক মুরাদ,মোঃ সোহাগ হোসেন, মোঃ নাজমুল হক।
