আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ – সিরাজগঞ্জ উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে-
রোববার (২৮সেপ্টেম্বর-২০২৫ খ্রিঃ) বিকেল ৩টায় সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে – ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় – ফুটবল বালিকায় পাইকপাড়া মডেল হাই স্কুলকে- ১-০গোলের ব্যবধানে হারিয়ে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং পাইকপাড়া মডেল হাইস্কুল ফুটবল (বালিকা) রানারআপ হয়। পাইকপাড়া মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা-সাঁতারে ১৪ টি পুরস্কার অর্জন করে। এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বালক-বালিকারা বিভিন্ন খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ অর্জন করেছে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা’র সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হইতে আগত প্রধান শিক্ষকগণ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কিশোর- কিশোরী প্রত্যেক শিক্ষার্থীদের সু-শিক্ষা অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য ও সংস্কৃতি চর্চার সংগে সম্পৃক্ত হতে হবে। আর বিশেষ করে তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো রাখতে খেলাধূলা অবশ্যই করতে হবে।
দেশে -বিদেশে সুনাম বয়ে আনতে সুন্দর ও সুস্থ ক্রীড়া চর্চা করতে হবে।
প্রধান অতিথি এবং সভাপতি এ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন ও অংশ গ্রহণকারীদের জন্য শুভ কামনা করেন।
জানাযায় যে, ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খেলাধূলার অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান) (৯২ টি শিক্ষা প্রতিষ্ঠান) নিয়ে খেলাধূলা শুরু করা হয়।

এসময়ে অনুষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ সহ অংশ গ্রহনকারী শিক্ষার্থীগণ এবং তাদের অভিভাবকগণদের অনেকে উপস্থিত ছিলেন।