• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩টি থানা আকস্মিক পরিদর্শন করলেন নরসিংদী পুলিশ সুপার অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত সোনালী ব্যাংক ও জিয়া পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ  সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  শাজাহানপুরে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: প্রধান অতিথি সৌরভ হাসান শিবলু মনিরামপুরে নির্বাচনী হাওয়া: কুলটিয়া ইউনিয়নে ধানের শীষের প্রচারণা তুঙ্গে পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর যুব বিভাগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই স্বাধীন বাংলাদেশের জন্ম – শ্রীমঙ্গলে জামায়াত আমির ইসমাইল হোসেন বদলগাছীতে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ১ জন এতিমের আজীবন ভরণপোষণের দায়িত্ব নিলেন। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

সিরাজগঞ্জে ৫২ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এতে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় (বালিকা) চ্যাম্পিয়ন 

dailydhakamail / ৬০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ – সিরাজগঞ্জ উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  উপজেলা  স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে-

রোববার (২৮সেপ্টেম্বর-২০২৫ খ্রিঃ) বিকেল ৩টায় সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে – ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় – ফুটবল বালিকায় পাইকপাড়া মডেল হাই স্কুলকে- ১-০গোলের ব্যবধানে  হারিয়ে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং  পাইকপাড়া মডেল হাইস্কুল ফুটবল (বালিকা) রানারআপ হয়। পাইকপাড়া মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা-সাঁতারে ১৪ টি পুরস্কার অর্জন করে। এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বালক-বালিকারা  বিভিন্ন খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ অর্জন করেছে।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা’র সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়ে উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হইতে আগত প্রধান শিক্ষকগণ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কিশোর- কিশোরী  প্রত্যেক শিক্ষার্থীদের সু-শিক্ষা অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য ও সংস্কৃতি চর্চার সংগে সম্পৃক্ত হতে হবে। আর বিশেষ করে তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত করতে   ক্রীড়া চর্চার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো রাখতে খেলাধূলা অবশ্যই করতে হবে।

দেশে -বিদেশে সুনাম বয়ে আনতে সুন্দর ও সুস্থ ক্রীড়া চর্চা করতে হবে।

প্রধান অতিথি এবং সভাপতি এ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন ও অংশ গ্রহণকারীদের জন্য শুভ কামনা করেন।

জানাযায় যে,   ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খেলাধূলার অংশ হিসেবে সিরাজগঞ্জ  সদর উপজেলার  সকল শিক্ষা প্রতিষ্ঠান) (৯২ টি শিক্ষা প্রতিষ্ঠান)  নিয়ে খেলাধূলা শুরু করা হয়।

এসময়ে অনুষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ সহ অংশ গ্রহনকারী শিক্ষার্থীগণ এবং তাদের  অভিভাবকগণদের অনেকে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com