আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৫ (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) পর্যন্ত এর কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক ও বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে,
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে-“মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৫খ্রিঃ” বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির এ প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়।
এসময়ে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
এ প্রস্তুতিমুলক সভায় – জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হলেন, সিরাজুম মনিরা সুমী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জেরিন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, যুব অধিদপ্তর সিরাজগঞ্জের গৌতম কুমার ঘোষ, সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশ (নিঃ) ওসি মোঃ রফিকুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান মাহমুদ হক, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, চৌখালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হোসেন সহ টাস্কফোর্স কমিটির সদস্য, জনপ্রতিনিধি, মৎস্যজীবী সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতি -অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় বলেন,ইলিশের প্রধান প্রজনন মৌসুমে যমুনা নদী বা অন্য নদী, সাগর হতে মা ইলিশ ধরা, পরিবহন করা, মজুদকরা, বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে , নৌ পুলিশ, মৎস্য বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনায় অংশ গ্রহন করবে।“ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। আগামী প্রজন্মের জন্য মা ইলিশ সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব।”