গুলজার রহমান ক্রাইম রিপোর্টার: বগুড়া শহরের কলোনি চক ফরিদ এতিমখানা রোড এলাকার মণ্ডলপাড়া কালুর দোকান মোড় সংলগ্ন সোহেল রানার বাসার তিনতলার ভাড়াটিয়া মো. মাজেদ হোসেনের কন্যা জান্নাতী বেগম (২৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) রাতে ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এসময় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।