মোঃ গুলজার রহমান, ক্রাইম রিপোর্টার, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩২ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় ‘খ’ সার্কেল। জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ ইং (বুধবার) সকাল আনুমানিক ১১টার দিকে মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) গ্রামের রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে আব্দুল ওয়াহেদের ভাতের হোটেলের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চলাকালে হিলি থেকে বগুড়াগামী “এবি” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির সর্বশেষ ডান পাশের সিটে বসা এক যাত্রীর দুই পায়ের মাঝখানে থাকা কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে পুরাতন কাপড়ে মোড়ানো ৩২ (বত্রিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইউনুস আলী আপেল (৩০)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বহরামপুর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের পরিদর্শক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।