আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবং ভিক্টোরিয়া হাইস্কুলে দুর্যোগ মোকাবেলায় আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে এবং ব্র্যাক, ইএসডি,এমএমএস, এনডিপি, শার্প,সুক ও এসআরপি নেটওয়ার্ক এর সহযোগিতায়-
মঙ্গলবার (১৩ অক্টোবর-২০২৫খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে হতে – বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণগতি রায় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন, জেলা ত্রাণপুর্নবাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ। এসময়ে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপ-পরিচালক এম.এ. রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগাম অফিসার ফাহিম আল-আশরাফ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম, এনডিপি’র উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান পল, ‘সুক’ এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলার স্কাউট সম্পাদক আব্দুল কাদের ইমন, এনডিপির প্রতিবন্ধীতা শিক্ষা বিষয়ক ও শিক্ষা কর্মসূচি’র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, ব্র্যাক সামাজিক সুরক্ষা কমসূচি’র সেলপ অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ । এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, যুব রেডক্রিসেন্ট এর সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
