আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ডিবেট ক্লাবের সদস্যদের ডিবেট বিষয়ক প্রশিক্ষণ করা হয়েছে।
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায়-
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের সভা কক্ষে- উক্ত
প্রশিক্ষণে ডিবেট কি? ডিবেট এর গুরুত্ব, ডিবেট এর ধরন বা প্রকারভেদ, কিভাবে একজন সফল বিতর্কিক হওয়া যায়? কি কি বিষয়ে বিচারক মন্ডলী নম্বর প্রদান করা হয় তার ধারনা প্রদান, বিতর্ক প্রতিযোগিতার নিয়ম কানুন নিয়ে আলোচনা বিতর্ক প্রতিযোগিতার স্ক্রিপ্ট লেখার নিয়ম, স্ক্রিপ্ট লেখার কাঠামো, ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা সহ উপসংহার নিয়ে আলোকপাত করা হয়।
এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রনজিত কুমার সেন, সহকারী শিক্ষক মোঃ ওমর আলী সেখ এবং এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। প্রশিক্ষণে এনডিপির বাস্তবায়িত আশা প্রজেক্টের পাঙ্গাসী ইউনিয়ন ডিবেট ক্লাবের ৩২ জন সদস্য সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।