আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধি:- “হাত ধোয়ার নায়ক হোন (Be a Hand Washing Hero)” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল হাসান, কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার মিয়া, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক ও সাংবাদিক কে এম মাহামুদুল হক।
বক্তারা বলেন,
“হাত ধোয়া একটি ছোট কাজ হলেও এর প্রভাব বিশাল। নিয়মিত হাত ধোয়া সংক্রামক ব্যাধি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। শিশু থেকে বয়স্ক—সবাইকে এই অভ্যাসে উদ্বুদ্ধ করতে হবে।”
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেষে অংশগ্রহণকারীদের মাঝে স্বাস্থ্যবিধি অনুসরণের অনুপ্রেরণা জাগাতে হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয়দের মাঝে স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।