আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে- সিরাজগঞ্জে গণসংযোগ, উঠান বৈঠক লিফলেট বিতরণ কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ
অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বক্তব্যে রাখেন এসময় তিনি তার বক্তব্যে- পৌর ওয়ার্ড বিএনপি’র নেতা-কর্মীদেরকে ৩১দফা রূপরেখার বিভিন্ন দিক তুলে ধরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করার আহবান জানান এবং বিএনপির রাষ্ট্র মেরামতের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
রোববার (১৯আগষ্ট-২০২৫ খ্রিঃ) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি জেসি রোডস্থ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মসজিদ পাশে ১০নং ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস,খ.ম.রকিবুল হাসান রতন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল জোয়ার্দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নবগঠিত পৌর ১০ ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান আলী সাজা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হিল্টন খন্দকার এর পরিচালনায় এসময়ে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, যুগ্ন-সাধারণ সম্পাদক সবুজ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় মহিলাদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় নেতাকর্মীরা ৩১ দফা রূপরেখার বিভিন্ন দিক তুলে ধরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করার আহবান জানান এবং বিএনপির রাষ্ট্র মেরামতের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
