আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধি:-দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তাওহিদী জনতা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় বাগেরহাটের মোল্লাহাট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবি জানান। এসময় তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলটি মোল্লাহাট বাজার এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ বাড়ছে। প্রশাসনের উদাসীনতা ও আইনের দুর্বল প্রয়োগের কারণেই অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তারা এসব ঘটনার দ্রুত বিচার ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।