নিজস্ব প্রতিবেদক:-নাটোরের সিংড়ায় হাজারো মোটরসাইকেল নিয়ে বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা কোর্টমাঠ থেকে এই প্রচারণার সূচনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা। কোর্টমাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেরকোল, কলম, হাতিয়ান্দহ, চামারী ও লালোর ইউনিয়নের প্রধান সড়ক, বাজার এবং জনবহুল এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সংবলিত লিফলেট সাধারণ মানুষের হাতে বিতরণ করেন নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে দাউদার মাহমুদ বলেন,
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এটি কেবল বিএনপির কর্মসূচি নয়, বরং দেশের মুক্তির রূপরেখা।
তিনি আরও বলেন,আমরা মাঠে নেমেছি জনগণের বার্তা পৌঁছে দিতে। এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে দেওয়া।
সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, শিপন আহসান, সোহেল রানা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিংড়ায় দাউদার মাহমুদের নেতৃত্বে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বিএনপির তৃণমূলে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই প্রচারণা সিংড়ার রাজনীতিতে নতুন গতি আনবে বলে তাদের মত।