আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ শহরে ‘গঞ্জের ব্যান্ড,সিরাজগঞ্জ” নামক একটি সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ- আলোচনাসভা,সংবর্ধনা, কালচারাল নাইট অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬নভেম্বর-২০২৫ খ্রিঃ) সন্ধ্যা রাতে শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক মোছাঃ এলেমা বেগম, পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, বিএমএফ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ রানা। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.এম. ট্রেডার্স ম্যানেজিং ডিরেক্টর নূরুল হুদা, জারাব ট্রেডিং ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর জিসান রেহমান, এইচ. আর.ট্রেডিং ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর হাসিব-উশ-শহীদ, বিশিষ্ট সংগীত অনুরাগী শাহেদ হাসান। মুখ্য আলোচক ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান।
সংবর্ধিত ব্যক্তি বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আজাদ রেহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, “গঞ্জের ব্যান্ডের” মহাসচিব-সঞ্জিব সরকার। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গঞ্জের ব্যান্ডের” প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম। এ অনুষ্ঠানে সুধীজন,গুনীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।