আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির দায়িত্ব গ্রহণ করেছে।
এঁর তলবি সভায় গত মঙ্গলবার (১১ নভেম্বর-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা রোডস্থ প্রাঙ্গণে অত্র সংগঠনের সাবেক সভাপতি মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে তলবী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত তলবি সভায়, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ ওয়াহাব, সাবেক সভাপতি মোঃ আকমল হোসেন, সদস্য মোঃ তাজউদ্দিন সহ উক্ত সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতৃবৃন্দ ও শ্রমিকেরা উপস্থিত।
অত্র সংগঠনের আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তলবী সভায় উপস্থিত অত্র সংগঠনের শ্রমিকগণের আলোচনা ও পর্যালোচনায় কন্ঠে ভোটে সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব কে আহবায়ক, আব্দুল মান্নান মন্ডল (সাবেক যুগ্ন- সম্পাদক) কে যুগ্ন-আহবায়ক, সিনিয়র সদস্য তাজউদ্দীন সেখকে সদস্য, আবুল কালাম( সাবেক ক্রীড়া সম্পাদক) সিনিয়র সদস্য, তোফায়েল আহম্মেদ মিল্টন সদস্য, সিনিয়র সদস্য আবুল কালাম সদস্য, সিনিয়র সদস্য আব্দুল মমিন সদস্য, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য মিন্টু সেখ সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
