মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটি ড. মোস্তফা ফয়সাল পারভেজকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মনোনয়নের পরপরই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ স্থানীয় সমাজ ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয়। তিনি জনসংযোগমূলক সভা, পথসভা ও মানুষের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে নিয়মিত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
প্রার্থী হিসেবে তিনি বলেন, “আমার লক্ষ্য হলো জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করা। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, এটি জনগণের সেবা করার এক মহৎ সুযোগ। আমি চাই বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সকল জনগণের মুখে হাসি ফোটাতে।
বিশ্লেষকরা মনে করছেন, তার প্রার্থীতা দলের স্থানীয় শক্তি বৃদ্ধি ও ভোটারের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনী এজেন্ডায় স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও যুবসমাজের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, ড. ফয়সাল পারভেজের রাজনৈতিক ভাবমূর্তি ও সামাজিক কাজের ইতিহাস ভোটারের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে তিনি নিয়মিত নির্বাচনী এলাকার গণসংযোগে মনোনিবেশ করছেন এবং স্থানীয় জনসমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরাসরি জনগণের সঙ্গে কথা বলছেন।