আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ প্রতিনিধি :- সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুখিয়াবাড়ী–মুলিবাড়ী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেলে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
তিনি বলেন, “আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি—নামাজ পড়ি, রোজা রাখি, হজ ও যাকাত আদায় করি। আমরা বাস্তব কথা বলি, মিথ্যা আশ্বাস দিই না। কিন্তু একটি দল ধর্মের দোহাই দিয়ে বিশেষ করে কিছু নারীদের প্রলোভন দেখিয়ে এবং ভয় দেখিয়ে ভোট চাইছে। আপনারা এসব কলাকৌশলে প্রভাবিত হবেন না।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ‘প্রতি পরিবারে ফ্যামিলি কার্ড’ প্রদানসহ নানা সুবিধার কথা উল্লেখ রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে সমর্থন দেওয়ার আহ্বান জানাই।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু,
সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক,সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিথুন,
সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মওলা,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ প্রমুখ।
সয়দাবাদ ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন মোঃ নূরুল ইসলাম আসলাম।
অনুষ্ঠানে সয়দাবাদ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
