মোঃ বেল্লাল হোসেন বাবু নিজস্ব প্রতিবেদক : নাটোরে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫। ‘ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে রোববার (২৪ নভেম্বর) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; যিনি সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এবং নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল বারী মির্জা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটোর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পায়রা ও বেলুন উড়িয়ে ট্রাফিক সেবা সপ্তাহের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এরপর শিক্ষার্থী, শ্রমিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন এক বর্ণাঢ্য র্যালিতে, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ, মোটরশ্রমিক ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।” তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়তে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাত শতাধিক শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
‘ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি।’

