আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জে জুলাই যুদ্ধে নিহত দুই শহিদ পরিবারের খোঁজখবর নিতে গিয়ে আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
সোমবার ১ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুরে তিনি সিরাজগঞ্জ পৌরসভার একডালা মহল্লায় অবস্থিত শহিদ আব্দুল লতিফ ও শহিদ সুমনের বাড়িতে যান। এ সময় জেলা প্রশাসক শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের অবস্থার খোঁজ নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন।
তিনি দুই পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন ধরনের ফল ও খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি শহিদ সুমনের বোনকে চাকরি দেওয়ার আশ্বাস এবং শহিদ আব্দুল লতিফের পরিবারকে বসবাসের জন্য জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক জানান, জুলাই যুদ্ধে শহিদ হওয়া পরিবারগুলোর পাশে সবসময় জেলা প্রশাসন থাকবে।
শহিদ পরিবারের কান্না ও আবেগঘন পরিবেশ দেখে জেলা প্রশাসক ও সঙ্গে থাকা কর্মকর্তারাও গভীরভাবে আবেগাপ্লুত হন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না, সাংবাদিক রাজু আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং দুই শহিদ পরিবারের সদস্যরা।