প্রকৌশলী মোঃ কাওছার আলী, স্টাফ রিপোর্টার:- দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও বিজয় দিবস উপলক্ষে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে দেবহাটা পারুলিয়া সাহিত্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কবি শেখ হাবিবুল বাশার। সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ বাহাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ডা. বাসনা কুমার মণ্ডল, কানাইলাল মৃধা, ডা. সালেক রেজা, ফয়জুল্লাহ ও কবি ছাবিলা ইয়াসমিন মিতা।
শহীদদের স্মরণে আলোচনা ও কবিতা পাঠ করেন—
কবি রিপন হোসেন, আকতার ঢালী, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আসমা খাতুন, সিনথিয়া, মহিদুল ইসলাম, রিয়াজুল, সাদিয়া, আব্দুর রশিদ, জামালউদ্দীন ফারুক, দীপঙ্কর, ডা. আয়ুব, হারান সরকার, দুলাল চন্দ্র প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য ফিরোজ হোসেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।