আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীর রায়পুরা থানার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় র্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী পরিচালিত বিশেষ অভিযানে বড় ধরনের মাদক চালান জব্দ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা ৫০ মিনিটে পরিচালিত এ অভিযানে র্যাব সদস্যরা ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বড় কাভার্ড ভ্যান জব্দ এবং দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
হঠাৎ পরিচালিত এ ঝটিকা অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। নরসিংদীবাসী ও স্থানীয়রা র্যাব-১১ এর এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
