মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- শ্রীমঙ্গল সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’-এর সত্ত্বাধিকারী মতিউর রহমান মতিনের আম্মার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) জুম্মার নামাজের পর শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুসলিমবাগ এলাকায় তাদের পারিবারিক বাড়িতে এই কুলখানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন— মোঃ ফারুক খান, মোঃ সাইদুল ইসলাম সবুজ, মোঃ আবু হানিফ, মোঃ কামরুজ্জামান শিপন, মোঃ নাসির আহমেদ, মোহাম্মদ ফারুক, মোঃ জালাল উদ্দিন, মোঃ আশরাফ খান, মোঃ মুস্তাকিম মিয়াসহ মানবাধিকার ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে গভীর আবেগময় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ার মধ্যে আল্লাহর কাছে তাঁর জীবনের সকল নেক আমল কবুল, কবরকে প্রশস্ত ও আলোয় পরিপূর্ণ করা, এবং পরকালে উত্তম প্রতিদান দান করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য, শক্তি ও ঈমানি সান্ত্বনা কামনা করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়— এই কঠিন সময়ে বহু আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, মানবাধিকার কর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের যে মানসিক সাহস ও সান্ত্বনা দিয়েছেন, তারা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। পরিবারের সদস্যরা উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ জানান।