আবু নাঈম রিপন : নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীর পলাশ উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। নরসিংদী জেলার মাদকের ব্যবহার, সেবন ও বিক্রয় বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ১৪ ডিসেম্বর ২০২৫ ইং, রবিবার পলাশ উপজেলাধীন চরণগরদী সিআরসি মাঠ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ০২ জন অভিযুক্তকে আটক করা হয়। তারা হলেন— আলমগীর, পিতা: ফজলুল হক, সাং: পলাশেরচর, উপজেলা: পলাশ, জেলা: নরসিংদী এবং হৃদয় মিয়া, পিতা: বজলু মিয়া, সাং: চরণগরদী, উপজেলা: পলাশ, জেলা: নরসিংদী।
মোবাইল কোর্টে তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশের সদস্যবৃন্দ, জেলা কমান্ড্যান্টের চৌকস ব্যাটালিয়নের সদস্যগণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোফাজ্জল হোসেন ও উপপরিদর্শক মো. ছানাউল্লাহ মিয়া সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মাদকের ব্যবহার, সেবন ও বিক্রয় বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।