তাজুল ইসলাম | বগুড়া জেলা প্রতিনিধি:-
বগুড়ার ধুনট উপজেলার এলেঙ্গী ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টকালীন লীলা রাস কীর্তন, তারক ব্রহ্ম শ্রী শ্রী মহানাম যজ্ঞ ও ৩২ প্রহরব্যাপী ২৭তম অধিবেশন। তিন দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জননেতা জানে আলম খোকা।
তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান চলাকালে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন পরিবেশন এবং ভক্তিমূলক পরিবেশে ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শেষ দিনে ভোগ মহোৎসবের মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্থানীয় ভক্তবৃন্দ ও আয়োজকদের সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হওয়া এই আয়োজনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।