সৈয়দ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ- দেশজুড়ে ৩দিন ব্যাপী ভুমি মেলার অংশ হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩দিন ব্যাপী ভুমি মেলা শুরু হয়েছে।
মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান ছাড়াও শিক্ষার্থী ও নাগরিকদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, গণশুনানি, সেমিনার, ভূমি আড্ডা, ভূমি সেবা সংক্রান্ত পুস্তিকা ও লিফলেট এবং জনসচেতনতামূলক সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলায় জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের সমন্বয়ে ৫টি স্টল স্থাপন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা খন্দকার এর সভাপতিত্বে এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। অনুষ্ঠানে জেলা প্রশাসন , উপজেলা প্রশাসন এর কর্মকর্তা, সুধীজন উপস্থিত ছিলেন।