সৈয়দ আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি:- সারা দেশের ন্যায় হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে।
২৮ মে -৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল , জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাখাওয়াত এরশেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হবিগজ্ঞ মোঃ সেলিম ভুইয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগীয় এনজিও প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানে প্রেজেটেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. শরীফ মোঃ সানজিদ জামান।