নিজস্ব প্রতিবেদকঃ-র্যাব-১৩ এর পৃথক অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল ও ২৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত (১জুন) রোববার ভোর ৩.৪৫ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন বড়খাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ পূর্ব সারডুবি গ্রামের জনৈক আব্দুর রহমান (৫০), পিতা-মৃত জমশের আলী এর ধানী জমি হতে অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে এবং একই তারিখ সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় একই আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন ৬নং ওয়ার্ডস্থ বুড়িরহাট বাজার সংলগ্ন মীম ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি এ্যাম্বুলেন্স তল্লাশী করে ৯৯ বোতল ফেন্সিডিল ও ০১টি এ্যাম্বুলেন্স জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রেজাউল (৩৬), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মোছাঃ রাবেয়া, সাং-রাজবল্লভ ৬নং ওয়ার্ড, ইউপি-গজঘন্টা, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর, ২। মমিনুর ইসলাম (৩৮), পিতা-মৃত আকবর হোসেন, মাতা-মোসলেমা খাতুন, সাং-পূর্ব ইসলি ২নং ওয়ার্ড, ইউপি-লক্ষীটেরী, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর, ৩। জুম্মন গাজী (৩৪), পিতা-জামাল গাজী, সাং-রংপুর মেডিকেল পূর্বগেট ১৯নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, রংপুর মহানগরদের গ্রেফতার করতে সক্ষম হয়।

র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য নিশ্চিত করে জানান পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।